গণ-বিজ্ঞপ্তি
ভোটার তালিকা আইন, 2009-এর ধারা-7 এবং ভোটার তালিকা বিধিমালা 2012-এর বিধি-১৪ অনুসারে আমি মনজুরুল আলম, উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার, এতদ্বারা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ০১ (এক)টি পৌরসভার (মধুখালী পৌরসভা) 01নং ওয়ার্ড হইতে ০৯নং ওয়ার্ড পর্যন্ত এবং ১১ (এগার) টি ইউনিয়নের 01নং ওয়ার্ড হইতে 09নং ওয়ার্ড পর্যন্ত ভোটার এলাকাসমূহের হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করিতেছি।
০২। উক্ত খসড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির দাবী অথবা অন্তর্ভূক্তির বিরূদ্ধে আপত্তি অথবা অন্তর্ভূক্তির বিষয় সম্পর্কে সংশোধনীর দরখাস্ত আগামী 17 জানুয়ারি ২০২5 তারিখের মধ্যে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ফরিদপুর অথবা নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে দাখিল করা যাইবে।
সময়সূচী নিম্নরুপ:
ক্রম |
বিবরণ |
সময়সূচী |
1 |
হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ |
02 জানুয়ারি ২০২5 |
2 |
দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ |
17 জানুয়ারি 2025 |
3 |
সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহের নিস্পত্তির শেষ তারিখ |
30 জানুয়ারি 2025 |
4 |
দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ |
09 ফেব্রুয়ারি 2025 |
5 |
হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |
০২ মার্চ ২০২5 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস